নাটোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

রাজশাহী
  নাটোর প্রতিনিধি:ঢাকা থেকে নাটোরে মামার বাড়ি বেড়াতে আসা বিধান সরকার (৪৭) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে  মারা গেছেন।
মঙ্গলবার রাতে তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকায় মামা কার্তিক দাসের বাড়িতে সে মারা যায়। এদিকে করেনা উপসর্গ থাকায় সজনদের কেউ তার সৎকারে এগিয়ে না আসায় সদর উপজেলা নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম তার সৎকারের ব্যবস্থা করেন।  মৃত বিধান সরকার নওগাঁ জেলার রানীনগর এলাকার দুলাল সরকারের ছেলে।
উপজেলা নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিধান সরকার মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে নাটোরের জংলি গ্রামে তার মামা মৃত কার্তিক সরকারের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে। বুধবার (১ জুলাই) সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। সে শ্বাসকষ্ট ও সর্দিতে  ভুগছিলেন। করোনা উপসর্গে তার মৃত্যুর পর সজন সহ এলাকাবসীদের কেউ তাকে সৎকার করতে রাজি হচ্ছিলেননা। ফলে রাজশাহী থেকে স্বেচ্ছাসেবক এনে জংলি সশ্মানে তার সৎকার করানো হয়েছে। বিধান সরকারের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কার্ত্তিক সরকারের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *