বাগাতিপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক দম্পতি আহত  

রাজশাহী
 নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক দম্পতি আহত হয়েছেন।
সোমবার ১৩ জুলাই দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ার মুনশিপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৩৯) এবং তার পুত্রবধূ আরজিনা বেগম (৩৫)।
আহতরা জানান, উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মুনশিপাড়া বিলে বর্ষার পানি জমায় দেশীয় প্রজাতির ছোট মাছ ধরতে খলসুন পেতে রাখেন সাদেক হোসেন। তার খলসুনের পাশেই একই গ্রামের আজাহারের ছেলে বিল্টুও খলসুন পেতে রাখে। খলসুন পাতাকে কেন্দ্র করে সোমবার দুপুরের দিকে বিল্টুর সাথে সাদেক হোসেনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকুটির এক পর্যায়ে সাদেক হোসেনকে মারধোর শুরু করে বিল্টু। সে সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের আঘাতে মাথা ফেটে গুরুত্বর আহত হন আরজিনা বেগম। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
আহত দম্পতি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান বলে জানান ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান।
এঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
অভিযুক্ত বিল্টু’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এমন ঘটনা শুনেছি এবং একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *