আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে রাসিকের জরুরী সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। নগরভবন মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু সভাপতিত্ব করেন। সরকারী কর্মসূচির আলোকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত্রী ১২.০১ মি: ভূবন মোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনা সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করণ, বাদ জোহর জাতির শান্তি অগ্রগতি ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সোনাদিঘী জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকাল ৩.০০ টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা, ক-বিভাগ (শিশু শ্রেণী-৩য় শ্রেণী) বিষয় ঃ শহীদ মিনার, খ-বিভাগ (৪র্থ শ্রেণী-৬ষ্ঠ শ্রেণী) বিষয়ঃ শহীদ মিনার, বিকাল ৪.০০ নগর ভবন ওয়ান স্টপ বুথ চত্ত্বর আলোচনা সভা।

সভায় সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহম্মেদ আল মঈন পরাগ, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *