রাজশাহীতে শিশুদের জন্যে হাই-ফাইভ প্লে জোনের উদ্বোধন

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর ঘোষপাড়া মোড়ের ওহাব টাওয়ারের থার্ড ফ্লোরে শিশুদের জন্য আধুনিক হাই-ফাইভ (ইনডোর প্লে-গ্রাউন্ড) প্লে জোন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই প্লে-জোনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর প্লে জোনের বিভিন্ন গেম ঘুরে ঘুরে দেখেন মেয়র।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, রাজশাহী রিয়েল অ্যাস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, হাই-ফাইভ প্লে জোনের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম জুয়েল, অন্যতম কর্ণধার আবু জুবায়েত মো. ওয়ালিউল্লাহ বাপন ও আল মামুন রাব্বুল প্রমুখ।

হাই ফাইভ প্লে জোনের অন্যতম কর্ণধার বাপন জানান, শিশুদের বিনোদনের জন্য পাজল গেম, রক ক্লিম্বিং, বল পুল, ওয়াটার বেড, ইন্টারেক্টিভ ফ্লোর ও ওয়াল গেমস ইত্যাদি সহ আধুনিক সব গেমস সরঞ্জাম রাখা হয়েছে। এখানে এসে শিশুরা অনেক আনন্দে ভালো সময় কাটাতে পারবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *