রাজশাহী ও বগুড়ায় করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার বিভাগের রাজশাহী জেলায় একজন এবং বগুড়ায় দুজনের মৃত্যু হয়।

এ ছাড়া গোটা বিভাগে এখন মৃতের সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১৭ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে আট, নওগাঁয় ১৪, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

শনিবার বিভাগে নতুন ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬ জনের বাড়ি বগুড়ায়।

এ ছাড়া এদিন রাজশাহী জেলার ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৯, নওগাঁর ৯, জয়পুরহাটের ১১ জন এবং সিরাজগঞ্জের ১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২৫৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়।

এছাড়া রাজশাহীতে ৩ হাজার ৫৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪৮, নওগাঁয় ৯৯৯, নাটোরে ৬২৮, জয়পুরহাটে ৮১৬, সিরাজগঞ্জে ১ হাজার ৫৮৩ জন এবং পাবনায় ৮৭১ জন শনাক্ত হয়েছেন।

শনিবার বিভাগের ২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১০২ জনের বাড়ি রাজশাহী। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নওগাঁর ১৩, বগুড়ার ৫৬ জন এবং সিরাজগঞ্জের ১৪ জন করোনামুক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৮ হাজার ৬৬৮ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৮৪১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫১, নওগাঁর ৮৫২, নাটোরের ২৫৭, জয়পুরহাটের ২১১, বগুড়ার ৩ হাজার ৩৩২, সিরাজগঞ্জের ৬৭০ জন এবং পাবনার ৬৫৪ জন করোনামুক্ত হয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *