যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু কলেজে শোক দিবস পালন

রাজশাহী শিক্ষা

স্টাফ রিপোর্টার: যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত করেন বঙ্গবন্ধু কলেজে রাজশাহী।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় বুকে শোকের প্রতীক কালোব্যাজ ধারণ করা হয়।

এরপর সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জনাব মো. নূরুল ইসলাম, উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ হেল শাফী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোঃ হাসিবুর রহমান, রোভার লিডার ওমর তোহিদসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

পুস্পস্তবক অর্পণ শেষে কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ১৫ আগস্ট জাতির পিতার ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

আলোচনা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মোঃ হায়দার আলী।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *