সেদিন ঘাতকদের মূল টার্গেট ছিল শেখ হাসিনা: সংসদ সদস্য শিমুল

রাজশাহী লীড
 আমির হোসেন, নাটোর সদর: ‘‘সেদিন ঘাতকদের মূল টার্গেট ছিল শেখ হাসিনা’’। অলৌকিকভাবে আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত সরাসরি জড়িত। সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত জোটের মদদ ছাড়া দিনে-দুপুরে এমন ঘটনা ঘটতে পারে না। ১৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ২১ আগস্ট জাতির জনকের কন্যা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়।
ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদৎ বরণকারীদের স্মরনে আজ শুক্রবার জেলা আওয়ামীলীগ কাযার্লয়ে আয়োজিত স্মরন ও আলোচনা সভায় এসব কথা বলেন, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, অধ্যাপক সামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকিব বাকি, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *