বিদ্যানন্দের দেয়া ভ্যান, ছাগল ও সেলাই মেশিন হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছে ১ বিজিবি

রাজশাহী

স্টাফ রিপোর্টার: ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ প্রেমতলী, সাহেবনগর, খানপুর, ইউসুফপুর এবং খরচাকা সীমান্ত এলাকার গরীব, দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণকে সেলাই মেশিন, ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাওয়া ২টি সেলাই মেশিন, ১টি ভ্যান ও ২ টি ছাগল হতদরিদ্র জনসাধারণের হাতে তুলে দেন ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ জাকারিয়া আজম, পিএসসি এবং সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসেন।

জানা গেছে, রাজশাহীর সীমান্তবর্তী প্রেমতলী, সাহেবনগর, খানপুর, ইউসুফপুর এবং খরচাকা সীমান্ত এলাকার গরীব, দুস্থ, অসহায় ও  হতদরিদ্র নির্বাচিত ব্যক্তিদের হাতে ২টি সেলাই মেশিন, ১টি ভ্যান ও ২ টি ছাগল হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নেরঅধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *