রাসিক মেয়রের সাথে রেডার নবগঠীত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) নবগঠীত  কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ ২৩ আগষ্ট রোববার দুপুরে মেয়রের দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন রেডার নেতৃবৃন্দ।

এসময় নতুন কমিটিকে শুভেচ্ছা জানান রাসিক মেয়র লিটন। একই সাথে আগামির পথ চলায় রেডার সাথে থাকা ও সার্বিক যোযোগিতার আশ্বাস দেন তিনি। এর আগে রেডার পক্ষ থেকে নতুন কমিটির তালিকা ও একটি বই মেয়রকে উপহার দেন রেডার নেতৃবৃন্দ। পরে ১১ সদস্য বিশিষ্ট গঠিত নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে মেয়র ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নতুন কমিটির সভাপতি ও রহমান ডেভেলপার এন্ড এ্যাসোসিয়েট-এর ব্যাবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সহ-সভাপতি ড্রিম স্মিথ প্রোপার্টিজ-এর এ্যাড. এরশাদ আলী ঈশা, সহ-সভাপতি আদ-দ্বীন প্রোপার্টিজ লিমিটেডের হোসেন আলী, কোষাধ্যক্ষ এ্যারিষ্টোক্রেট রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স-এর ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজা ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানিজিং পার্টনার মেজবাউল বারি সওদাগর, প্রচার সম্পাদক শ্যামল ছায়া হাউজিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আকতারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক সামস্ রিয়েল এস্টেট কো: লি: এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, তথ্য সম্পাদক পারফেক্ট লিভিং প্রোপাইর্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক সিহাব পারভেজ, আইন শৃঙ্খলা সম্পাদক ক্রিষ্টাল হোল্ডিং লিঃ এর আ.জ.ম. ওয়ালিউল্লাহ্ বাপন, সম্মানিত সদস্য হিসেবে স্নেহ নীড় প্রোপার্টিজ শফিকুল ইসলাম।

এর আগে গত শনিবার নগরীর অলকার মোড়ে রেডা কার্যালয়ে এ নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে রেডার কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় রেডার সকল সদস্যদের মতামতের উপর ভিত্তিতে পুনরায় সভাপতি পদে রহমান ডেভেলপার এন্ড এ্যাসোসিয়েট এর ব্যাবস্থাপনা পরিচালক তোফিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক পদে পুনরায় আল আকসা ডেভেলপার্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি নির্বাচিত হয়।

স্ব.বা/বা

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *