রাজশাহী বিভাগে মোট করোনায় আক্রান্ত ১৬৯০৩ জন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ৯০৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৫৩ জন। করোনা পজিটিভ অবস্থায় থাকা ৫ হাজার ১৫০ জনের মধ্যে এখন হাসপাতালে আছেন ১ হাজার ৮৫৯ জন। বাকি আক্রান্তরা রয়েছেন হোম আইসোলেশনে।

সোমবার (২৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার রাজশাহী বিভাগে নতুন ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৮ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ৩৩ জন, চাঁপাইনবাববগঞ্জে নয়জন, নওগাঁয় একজন, নাটোরে ১০ জন এবং সিরাজগঞ্জে নয়জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৩৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৬৩ জন, নওগাঁয় এক হাজার ১১১ জন, নাটোরে ৭৮৬, জয়পুরহাটে ৮৯৭, সিরাজগঞ্জে ১ হাজার ৮৪৮ জন এবং পাবনায় ৯৫৮ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে পর্যন্ত সর্বোচ্চ ২৪৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। সর্বশেষ বগুড়ায় দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সর্বোচ্চ ১৪৭ জন মারা গেলেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে চারজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

রোববার বিভাগের ১৪৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৭ জন সুস্থ হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪৩ জন, নওগাঁয় চারজন, নাটোরে নয়জন, সিরাজগঞ্জে একজন এবং পাবনার চারজন করোনা জয় করেছেন।

এখন পর্যন্ত রাজশাহীর ২ হাজার ৭৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৫ জন, নওগাঁর ৯৬৩ জন, নাটোরের ৪৫৪ জন, জয়পুরহাটের ২২০ জন, বগুড়ার ৫ হাজার ১৪৪ জন, সিরাজগঞ্জের ৯৩৮ জন এবং পাবনার ৮৯৫ জন করোনামুক্ত হয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *