নাটোরে মাদক প্রতিরোধে সাংবাদিকদের ভুমিকা নিয়ে ভার্চুয়াল বৈঠক

গণমাধ্যম রাজশাহী

নাটোর প্রতিনিধিঃ নাটোরে মাদক প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের ভুমিকা নিয়ে সাথে এনজিও প্রতিনিধিদের ইন্টারনেটের মাধ্যমে (ভার্চুয়াল) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঢাকাস্থ আহছানিয়া মিশন ও লাইট হাউজ কনসোটিয়ামের আয়োজনে ‘দাঁড়াও’ প্রকল্পের আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইন্টারনেটের মাধ্যমেস্ব স্ব অবস্থান থেকে নাটোর জেলায় মাদক সমস্যা প্রতিরোধে সাংবাদিকদের ভুমিকা জোরদার করার লক্ষে এই বৈঠকের শুরুতে দাড়াও কার্যক্রমের বিষয় প্রতিবেদন উপস্থাপন করেন দাড়াও কর্মসূচির প্রোগাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন।

নাটোরের নারী ও শিশু কল্যান সোসাইটির (এসএমসকেএস) বাস্তবায়নে কর্মসুচীর মুল বক্তা ছিলেন লাইট হাউজের নিবার্হী পরিচালক হারুন অর রশিদ।

ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য কর্মসুচীর সিইও ইকবাল মাসুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক আলমগীর হোসেন, এনএসকেএসএর নির্বাহী পরিচালক রওশনারা শ্যামলী, রাজশাহীস্থ আপোসের নিবার্হী পরিচালক আবুল বাশার, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগাম স্পেশালিস্ট এস এম সুলতান মোহাম্মদ চাদ প্রমুখ।

বৈঠকে জেলার ৩০ জন সাংবাদিক অংশ নেন। এরমধ্যে বাগাতিপাড়ার ৬ জন, লালপুরের ৫ জন, সিংড়া উপজেলার ২ জন এবং নাটোর সদরের ১৭ জন অংশ নেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *