পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ আগস্ট, ১০ মুহাররম ১৪৪২ হিজরি রবিবার পবিত্র আশুরা উদযাপিত হবে।

বর্তমান করোনা মহামারি বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গত ৩ আগস্ট ২০২০ তারিখ জারিকৃত পরিপত্র মূলে সকল প্রকার গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার নির্দেশনা থাকায় এবং পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১)(ক), ২৯(১)(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ আগস্ট ২০২০খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪২ হিজরি রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার জনসমাবেশ, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে । আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *