রাজশাহী বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭০, মৃত্যু ২

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের চাঁপাইনবাবগঞ্জে তারা মারা গেছেন। এ দিন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭০ জন। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত করোনায় ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৬০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া
রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

শনিবার বিভাগে শনাক্ত হওয়া নতুন ৭০ জন করোনা রোগীর মধ্যে ৩০ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১২ জন, নাটোরে
একজন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে দুইজন এবং পাবনায় ২৪ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৩৩৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৯১৩ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৭ জন, নওগাঁয় এক হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৮, জয়পুরহাটে ৯৭৯, সিরাজগঞ্জে ১ হাজার ৯৮৬ জন এবং পাবনায় এক হাজার ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার বিভাগে সুস্থ হয়েছেন ১৫৯ জন করোনা রোগী। এর মধ্যে ৫৭ জনের বাড়ি সিরাজগঞ্জ। এছাড়া রাজশাহীর ৪০ জন, নাটোরের ১৬ জন, বগুড়ার ৪১ জন এবং পাবনায় পাঁচজন করোনা জয় করেছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৩৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৫১ জন, নওগাঁর এক হাজার ৪৮ জন, নাটোরের ৬৬৫ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৮৮৩ জন, সিরাজগঞ্জের এক হাজার ২১৩ জন এবং পাবনার ৯০৩ জন করোনামুক্ত হয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *