রাজশাহী জেলা পুলিশের “মোবাইল এসএমএস” সেবা শুরু

রাজশাহী

স্টাফ রিপোর্টার: সেবা গ্রহীতাদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য প্রদান শুরু করেছে রাজশাহী জেলা পুলিশ। থানায় মামলা অথবা জিডি করলে অভিযোগকারীকে এখন থেকে তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না।

তার মোবাইল ফোনে “এসএমএস” (খুদে বার্তা) এর মাধ্যমে পেয়ে যাবেন সব তথ্য।

গত ০২-০৯-২০২০খ্রি. হতে রাজশাহী জেলার ০৮টি থানায় এই কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নাম্বার হতে সেবাগ্রহীতাদের এই বার্তা পাঠানো হচ্ছে।

জিডি অথবা মামলার আবেদনকারীকে মোবাইল ফোনে তার অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য জানিয়ে দেয়া হচ্ছে।

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধায়নে মোবাইল এসএমএস কার্যক্রম অব্যাহত থাকবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *