নাটোরে ভূমিগ্রাসীদের হাত থেকে সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধিঃ নাটোরে ভূমি দখলকারীদের হাত থেকে পৈতিক সম্পত্তি রক্ষা করতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। বুধবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জমির মালিক মরহুম রহমত আলীর ছেলে গোলাম রাব্বানী রনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মরহুম রহমত আলীর স্ত্রী রুবিয়া বেগম, মেয়ে আফরোজা পারভীন রোজী, ডেইজি পারভীন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রনি দাবি করেন, ব্যবসায়ী মরহুম রহমত আলী ব্যবসা বানিজ্য করে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কিছু জমি ক্রয় করেন। তার জীবদ্দশায় তার বিরুদ্ধে .৯২শতক জমি নিয়ে মরহুম হযরত আলী গং তিনটি মামলা দায়ের করেন। ওই তিনটি মামলায় রায় হয় মরহুম রহমতের পক্ষে। এরপর ২০২০ সালে রহমত আলী মৃত্যুবরণ করলে ভূমিগ্রামী ওই সম্পত্তি বেদখল করতে তৎপর হয়। ভূমিগ্রাসী চক্রটি ভুক্তভোগী গোলাম রাব্বানী রনির কাছে মোটা অংকের চাঁদা চান।

এসময় চাঁদা না দিলে জোরপূর্বক সম্পত্তি দখলের হুমকি দেওয়া হয়। এঅবস্থায় ভূমিগ্রাসী চক্রটি রহমতের পরিবারের সদস্যদের মোটা অংকের টাকা ও বিভিন্ন লোভ দেখিয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করান।

এঅবস্থায় সোমবার দুপুরে হযরত আলীর পরিবারের সদস্যরা এসে রহমত আলীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে অবস্থান নেয় এবং ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দিতে হুমকি প্রদান করে। এছাড়া মঙ্গলবার প্রতিষ্ঠানের কর্মচারীদের বিতাড়িত করে হযরত আলীর পরিবারের সদস্যরা।

মরহুম রহমত আলীর স্ত্রী রুবিয়া বেগম জানান, আমার বৈধ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *