নাটোরে সুমাইয়ার ময়না তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর: স্বামীর বাড়িতে নিহত নাটোরের মেধাবী ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত রিপোর্ট প্রদান করায় বিক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।
সুমাইয়ার পরিবারের দাবি সুমাইয়া আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। আসামী পক্ষ প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাকে আত্মহত্যার রিপোর্ট  প্রদান করেছ। এর প্রতিবাদে আজ শনিবার সকালে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সুমাইয়ার পরিবারের সদস্যসহ এলাকাবাসী। শহরের বলারিপারা এলাকায় সুমাইয়ার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীর অভিযোগ, হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। যার ধারাবাহিকতায় আসামিরা জামিন পেয়েছে। এলাকাবাসী এঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ জুন সুমাইয়ার মরদেহ হাসপাতালে ফেলে চলে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ওই দিন রাতেই সুমাইয়ার মা বাদী হয়ে সুমাইয়ার স্বামী, শশুর-শ্বাশুড়ি ননদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
গত বুধবার নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদারের এর আদালতে ময়না তদন্তের প্রতিবেদন দাখিল করা হলে সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন, শশুর জাকির হোসেন শাশুরী সৈয়দা মালেকার জামিন শুনানি করেন আদালত। মামলার অপর আসামী সুমাইয়ার ননদ জাকিয়া ইয়াসমিন আগেই জামিনে ছাড়া পেয়েছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে স্বামী মোস্তাক আহমেদের জামিন না হলেও শ্বশুর এবং শাশুড়ি জামিন মঞ্জুর করে আদালত। এ ঘটনার প্রতিবাদে শনিবার মানববন্ধন করে এলাকাবাসী।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *