জাতীয় হকি খেলোয়ার মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‌্যালী

খেলাধুলা রাজশাহী

স্টাফ রিপোর্টার: জাতীয় হকি তারকা রাজশাহীর কৃতি সন্তান মরহুম রবিউদ্দিন আহম্মেদ মিন্টুর ২১ তম এবং মরহুম শামীম রেজার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় মঙ্গলবার রাজশাহী বৈকালী সংঘ এই কৃতি দুই খেলোয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করছে। সকাল সাড়ে ৯টায় শত শত খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে র‌্যালি করা হয়।

র‌্যালিটি মনিচত্বর হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মনিচত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে দুই খেলোয়ারকে নিয়ে স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা করেন ক্রীড়া সংগঠক সালা উদ্দিন রতন, নূরুজ্জামান নূরু, রইসউদ্দিন আহম্মেদ বাবু, আসাদুজ্জামান, বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা ও রফিকুল ইসলাম সওদাগর।

এছাড়াও বাদ আসর কাজিহাটা জামে মসজিদে দুই খেলোয়ারসহ বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্য ও খেলোয়ারদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সংঘের সকল পর্যায়ে কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দ উপস্থিত থাকবেন বলে অত্র কর্তৃক জানা যায়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *