রাজশাহীর পাঁচ জেলায় ৫৬ জনের করোনা সনাক্ত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের পাঁচ জেলায় নতুন আরও ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার তারা শনাক্ত হন। এ দিন তিন জেলায় নতুন কারও করোনা শনাক্ত হয়নি। এই তিন জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন রোগীদের মধ্যে রাজশাহীতে ছয়জন, নওগাঁয় সাতজন, জয়পুরহাটে ১২ জন, বগুড়ায় ২৬ জন এবং সিরাজগঞ্জে পাঁচজন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮২৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৫২৬ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৯১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭১ জন, নওগাঁয় এক হাজার ২৯০ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে এক হাজার ৮১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৫ জন এবং পাবনায় এক হাজার ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার বিভাগের ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৯ জন, নওগাঁয় চারজন, বগুড়ায় ৩৩ জন এবং সিরাজগঞ্জে ২৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে মোট করোনাজয়ীর সংখ্যা ১৭ হাজার ৫১০ জন।

এ পর্যন্ত রাজশাহীর ৪ হাজার ৫৯৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৭৯ জন, নাটোরের ৮১৮ জন, জয়পুরহাটের এক হাজার পাঁচজন, বগুড়ার ৬ হাজার ৬৩৮ জন, সিরাজগঞ্জের এক হাজার ৭২৫ জন এবং পাবনার এক হাজার ১২ জন করোনামুক্ত হয়েছেন।

শুক্রবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের ২৯৪ জন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৭৮ জন মারা গেছেন। এছাড়া রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *