রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের রাজশাহীর আয়োজনে মহানগরীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপশহরের স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করোনার কারণে দীর্ঘদিন সকল কর্মকাণ্ড প্রায় স্থবির হয়েছিল। জীবনের তাগিদে মানুষে ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে, কারণ জীবন তো আর থেমে থাকবে না। রাজশাহীর ক্রীড়াঙ্গনে চাঞ্চল্যতা ফিরে আসছে।

মেয়র আরো বলেন, খেলাধূলায় পারে যুবকদের মাদক থেকে দূরে রাখতে। তাই খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার প্রতি আমার সহযোগিতা আগেও ছিল, বর্তমানে আছে, আগামীতেও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আলম মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মুনতাসির বিন হযরতসহ আরোও অনেকে।

উল্লেখ্য, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিয়েছে।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *