প্রাইভেটকারে শিশু অপহরণের সময় আটক ৪

রাজশাহী লীড

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সৌরভ ওরফে শান্ত (৫) নামে এক শিশুকে প্রাইভেটকারে অপহরণ চেষ্টার সময় জনগণ চার অপহরণকারীকে আটক করেছে।

বুধবার সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের ছয়মাইল ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপহরণকারীদের প্রাইভেটকার ভাংচুরের পর তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক অপহরণকারীরা হল- বগুড়ার গাবতলী উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের ঘোন সাগাটিয়া গ্রামের ইজের আলীর ছেলে মিল্লাত হোসেন (৩০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (২২), সিরাজগঞ্জের তাড়াশের মঈন উদ্দিনের ছেলে আল-আমিন (২৩) ও ঠাকুরগাঁওয়ের আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু শান্ত গাবতলীর মহিষাবান ইউনিয়নের ধোড়া উত্তরপাড়া গ্রামের মুদি দোকানি সুজন মিয়ার ছেলে। বুধবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির কাছে ছয়মাইল ভাটা এলাকায় খেলা করছিল। এ সময় উল্লিখিত অপহরণকারীরা ফুসলিয়ে তাদের আনা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ-১১-৬৪৫৩) শিশুটিকে তোলে।

শিশুটিকে নিয়ে তারা বগুড়া সদরের দিকে যেতে থাকলে অপহরণের কথা জানাজানি হয়। এ সময় জনগণ পাঁচমাইল এলাকায় প্রাইভেটকারটি থামিয়ে শিশুটিকে উদ্ধার করেন। বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটি ভাংচুর ও অপহরণকারীদের আটক করে পিটুনি দেন। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ দুপুরে সেখানে গেলে তাদের সোপর্দ করা হয়।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, শিশুকে অপহরণের চেষ্টায় জড়িতরা গার্মেন্টকর্মী। তারা প্রাইভেটকার ভাড়া নিয়ে ঘোন সাগাটিয়া গ্রামের মিল্লাত ও রেজাউলের বাড়িতে বেড়াতে আসে। সূত্র: যুগান্তর।

এরা শিশু অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *