রাজশাহী বিজিবি পেল এটিভি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) পেলো রাজশাহী বিজিবি। এরই মধ্যে চারটি পৌঁছে গেছে সীমান্তে। সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এসব মোটরযান।

জানা গেছে, ৩ আসন বিশিষ্ট এভিটি প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারে ৩০ কিলোমিটার পথ। কাদা, বালু এমনকি উঁচু-নিচু পথও পাড়ি দিতে সক্ষম বিশেষ এ যান।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আধুনিকায়ন মহাপরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিজিবিতে এটিবি সংযোজন করা হয়েছে। আমাদের সীমান্তের যেসব এলাকায় পায়ে হেঁটে যেতে সময় লাগে, তাছাড়া চলাচলের অযোগ্য রাস্তা আছে, সেখানে এভিটিতে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো যাবে।

পতাকা বৈঠক কিংবা চোরাচালান বিরোধী অভিযানসহ যেকোনো পরিস্থিতিতে বিওপি থেকে দ্রুত সীমান্তে পৌঁছতে এটিভি ব্যবহার হবে।

জানা গেছে, কুষ্টিয়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রাজশাহী বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ৭৮ কিলোমিটার। এর মধ্যে রয়েছে পদ্মার বিস্তীর্ণ অঞ্চল। সীমান্তে টহল জোরদার করতে প্রথম ধাপে চারটি এটিভি যুক্ত হয়েছে।

পর্যায়ক্রমে আরও বেশকিছু যুক্ত হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *