রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহী নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় নানকিং দরবার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক সরকারী কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। তার জন্য অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু আসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান আলোচক জেলা পুলিশ সুপার এবং বিশেষ অতিথি আরএমপি’র উপ-পুলিশ কমিশনারও সরকারী কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাসমুজ্জোহা, বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি:) শেখ আশরাকুর রহমান, সহকারী পরিচালক (ইঞ্জি:) এ.এস.এম কামরুল হাসান, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি এ্যাডঃ তৌফিক আহসান টিটু।

এছাড়াও সভায় বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশিক্ষিত চালক ও পরিবহন শ্রমিকদের দিয়ে যানবাহন চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়। সেই সাথে দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *