৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাজশাহী লীড

বগুড়া প্রতিনিধি: ৮ দফা দাবিতে আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টায় বগুড়া চারমাথা সেঞ্চুরি মোটেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী।

সভায় বলা হয়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত ৮ দফা দাবি মেনে না নিলে আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক অনির্দিষ্ট কালের জন্য কর্ম-বিরতি শুরু করবে।

দাবিগুলো হলো- রাজশাহী বিভাগের ৮টি জেলায় অনিয়মতান্ত্রিকভাবে যে সব বিআরটিসি চলাচল করছে তা বন্ধ করতে হবে। বিআরটিসির নামে ব্যক্তি মালিকানায় চলাচলরত সকল গাড়ি বন্ধ করতে হবে। বিআরটিসির লীজ প্রথা বাতিল করতে হবে।

সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কে চলাচলরত ইজিবাইক, ভটভটি, থ্রি-হুইলার অটোরিক্সা, অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং সড়ক ও মহাসড়কে বাস, ট্রাক হতে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করতে হবে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও সিরাজগঞ্জ এর শ্রমিক ইউনিয়নের বার্ষিক রিটার্ন বগুড়া শ্রম দপ্তরে দাখিল করার ব্যবস্থা গ্রহণসহ ৮ দফা দাবি উপস্থাপন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফ্ফাত মঞ্জুর (বিপ্লব), কার্যকরী সভাপতি আবু হাসান খান (রেয়ন), সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার প্রমুখ। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *