তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসতবাড়ী উপহার দিলেন, এমপি ফারুক চৌধুরী

রাজশাহী

তানোর প্রতিনিধি: “আশ্রায়নে অধিকার শেখ হাসিনার উপহার”শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন ” স্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মানোন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় নির্মিত গৃহ মুজিব বর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসতবাড়ী উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদ পুর উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ ১৫টি বাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা ভূমি কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। তানোর থানার অফিসার ইনর্চাজ রাকিবুল হাসান। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল চৌধুরী।

তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, রাজশাহী পশ্চিম বোয়ালিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বাশার সুজন সহ পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এমপি ফারুক চৌধুরী।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *