কেশরহাট পৌর আওয়ামীলীগের বর্ধিতসভা ও গণমিছিল অনুষ্ঠিত

রাজশাহী

কেশরহাট প্রতিনিধি: কেশরহাট পৌর আওয়ামীলীগের নির্বাচনী বর্ধিতসভা উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামানের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে বর্ধিতসভার আয়োজন করে পৌর আওয়ামীলীগ। বর্ধিতসভা সফল করার লক্ষে পৌর মেয়র শহিদুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে পৌর বাজারসহ সড়ক-মহাসড়ক পদক্ষিণের সময় তা গণমিছিলে পরিণত হয়।

এসময় হাজারো জনতার সংগে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মদ রানা, মহিলা আওয়ামীলীগের সভাপতি ডলি খাতুন, পৌর যুবলীগর সভাপতি রোকমতজামান টিটু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজি কাদের আলী মীর, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামসহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। মিছিল শেষে তারা বর্ধিত সভায় যোগদান করেন।

কেশরহাট পৌর আওয়ামীলীগের নির্বাচনী বর্ধিত সভায় পৌর আওয়ামীলীগর সভাপতি শাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন। মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন উজ্জ্বল, মোহনপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মোহনপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুরশেদ আলম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ৫জন মেয়র পদপ্রার্থীদের মধ্য দলীয় একজন প্রার্থী নির্বাচনের বিষটি আলাচনা হয়। তবে প্রার্থী নির্বাচনে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়নি। তবে সকল প্রার্থীর আবেদনপত্র কেন্দ্রে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার।

অন্যদিকে চলতি সভার বক্তব্যের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের সহযোগিতায় শান্ত হয়। তবে পরবর্তীতে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়।

বর্ধিতসভা সম্পর্কে জানতে চাইলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার বলেন পৌরসভা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের মধ্য প্রার্থী বাছাই উপলক্ষে বর্ধিতসভার আহবান করা হয়েছে।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *