মুজিববর্ষ উপলক্ষে ২৫ জন মাঝির মধ্যে নৌকা বিতরণ করেন বিজিবি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশের হতদরিদ্র ১০০ জন মাঝির মধ্যে ১০০টি নৌকা বিতরণ করেছে। এর অংশ হিসেবে  আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে হতদরিদ্র ২৫জন মাঝির মধ্যে ২৫টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল জনাব মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম (বার )এনডিসি, পিএসসি।

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে জেলেদের মাঝে নৌকা বিতরণ করা হয়। বিতরণের পর পদ্মার বুকে পাল তোলা নৌকা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন জেলেরা।

স্ব.বা/ বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *