নাটোরে পুলিশি ধাওয়ায় বিএনপির কর্মসুচী পন্ড

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিএনপির মানববন্ধন ও সমাবেশ কর্মসুচী পুলিশি ধাওয়ায় পন্ড হয়ে যায়। এসময় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু আহত হয়েছেন।সোমবার (২১ ডিসেম্বর) গণতন্ত্র হত্যা দিবসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে মানববন্ধন ও সমাবেশ শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসুচী শুরু হওয়ার পর শহিদুল ইসলাম বাচ্চু ও জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেয়া শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশি দাওয়ায় দলের নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ পিছু ধাওয়া করে বিএনপি নেতা-কর্মীদের ধরে টেনে হেঁচড়ে গাড়িতে তোলার চেস্টা করে। পুলিশের ধাওয়ার সময় শহিদুল ইসলাম বাচ্চু মাটিতে পরে গিয়ে আহত হন। পুলিশ তাকে টেনে নিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। এসময় নেতা কর্মীরা তাকে ছাড়িয়ে নিয়ে দলীয় কাযার্লয়ে প্রবেশ করে।
শহিদুল ইসলাম বাচ্চু জানান, পুরিশের টানা হেচড়ার কারনে তিনি হাতে, পিঠে ও মুখে আঘাত পেয়েছেন। এছাড়া তিনি মাটিতে পড়ে গিয়েও আঘাত পান। জেলা বিএনপির সদস্য সচিব নেতা রহিম নেওয়াজ জানান, তারা শান্তিপুর্নভাবে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রিয় কর্মসুচী পালন করছিলেন। অথচ পুলিশ বিনা উস্কানিতে তাদের কর্মসুচী পন্ড করার উদ্দেশ্যে নেতা কর্মীদের ওপর চড়াও হয়। পুলিশের ধাওয়ায় সাবেক সেক্রেটারি প্রবীন নেতা শহিদুল ইসলাম বাচ্চু সড়কের ওপর পড়ে যান। এসময় পুলিশ তাকে টেনে হেচঁড়ে গাড়িতে তোলার চেষ্টা করে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *