আরএমপির নতুন কমিশনারের যোগদান

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হুমায়ুন কবির তার কর্মস্থলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার তিনি আরএমপিতে যোগ দিয়েই অধীনস্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়া মতবিনিময়কালে তিনি আসন্ন বাংলা নববর্ষের সকল অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা বিধানের বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মতি প্রচেষ্টার আহ্বান জানান।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির এর আগে ঢাকায় পুলিশ পরিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন।

পরবর্তীতে তিনি বগুড়া, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে তিনি পুলিশের রংপুর রেঞ্জ এবং পুলিশ অধিদপ্তরে কাজ করেন। এর মধ্যে তিনি খুলনা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির লাইবেরিয়া ও সিয়েরালিয়নে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ধারাবাহিকভাবে প্রসংশিত কাজের জন্য তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং দুইবার আইজি ব্যাচ পান।

গত ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হুমায়ুন কবীরকে আরএমপি কমিশনারের পদে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে আরএমপির তখনকার কমিশনার একেএম হাফিজ আক্তারকে রাজশাহীর ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। বুধবার একেএম হাফিজ আক্তার আরএমপি ছাড়েন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *