১০ দিনেই মাদক মামলায় জামিন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান মাত্র ১০ দিনের মাথায় মাদক মামলায় জামিন পেলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত থেকে তিনি সোমবার দুপুরে জামিন পান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী নুরুজ্জামানের জামিন মুঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আ. সামাদ এবং সরকার পক্ষে জামিনের বিরোধিতা করেন সরকারি কৌসুলী অ্যাডভোকেট মো. নাজমুল আজম।

তবে সাময়িক বরখাস্ত এই কর্মকর্তার সঙ্গে গ্রেপ্তার হওয়া ওয়াহিদুজ্জামান লাজুক নামে তার সহযোগীকে জামিন দেননি আদালত।

প্রসঙ্গত, সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামানসহ তার সহযোগীকে শুক্রবার রাতে মহানন্দা ব্রিজের টোলপ্লাজায় আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর গত ১৯ ডিসেম্বর বিকেলে তাকে এবং তার সহযোগী ওয়াহিদুজ্জামান লাজুককে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে হাজির করা হয় এবং আদালতের বিচারক আবু কাহার তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *