২০ এপ্রিল থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান : আরএমপি কমিশনার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিন পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির বলেছেন,পদ্মার চর এলাকায় সন্ধ্যায় পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা করা হবে। এইসব এলাকায় অনেক শিক্ষার্থীরা যাওয়া-আশা করে। যেন কোনধরণের অপরাধ সংঘটিত না হয় সেদিকে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আরএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ। অপরাধী যেই ধরনের অপরাধ করুক না কেন ধরা পড়তেই হবে। কোন অপরাধী তার মোবাইলের সব তথ্য মুছে ফেললেও (ডিলিট) পুলিশ তা বের করবে। এমন প্রযুক্তি পুলিশের কাছে আছে।

তিনি আরো বলেন, সরকার মাদক ও জঙ্গির বিষয়ে জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কোন ছাড় নেই, পুলিশের কোন সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। আগামী ২০ থেকে ৩০ এপ্রিল ১০ দিন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান। রাজশাহী নগরীর সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহাযোগিতা কামনা করে আরএমপি কমিশনার হুমায়ুন কবির।

উল্লেখ, পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির এর আগে ঢাকায় পুলিশ পরিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি আরএমপিতে যোগ দেন। এরপর বৃহস্পতিবারই প্রথম পুলিশ কমিশনার রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *