সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক

রাজশাহী

গোদাগাড়ী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক (৮০) আর নেই (ইন্না– ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক মাস ধরে ক্যান্সারে ভূগছিলেন তিনি।

সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিনুল হক ২০০১-০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহম্ন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজমিলুর রহমান শেলী, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক, গোদাগাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফ বাবু, সাধারন সম্পাদক ও গোদাগাড়ী অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েসনের সাধারন সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েসনের সভাপতি ও গোদাগাড়ী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি আহসান হাবিব, গোদাগাড়ীর শিক্ষক বৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মিসহ গোদাগাড়ী তানোরের এলাকাবাসী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *