নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল জলিল (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধায় উপজেলার চাপিলা ইউনিয়নের ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দিলে রাতেই অভিযুক্তকে আটক করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে পাশের বাড়িতে যান। এ সুযোগে প্রতিবেশী ছবের উদ্দিনের ছেলে (শিশুটির সম্পর্কে নানা) আব্দুল জলিল তার বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে জলিল পালিয়ে যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, রাতে আবদুল জলিলের বিরুদ্ধে মামলা নিয়ে গভীর রাতে তাকে আটক করে রোববার নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Spread the love