নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নঁওগা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর জিএম নূরুল হকের পিতা ছাত্তার সরকার (৮৩) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার নাটোর-বাগাতিপাড়া সড়কের জিগরী সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্তার সরকারের বাড়ি জিগরী সরকারপাড়ায় ।
নিহতের স্বজন বাগাতিপাড়া সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ছাত্তার সরকার বেলা তিনটার দিকে তাঁর ছোট ছেলে সাজেদুর রহমানের বাড়ির পাশে নাটোর-বাগাতিপাড়া সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় নাটোরের দিক থেকে সাত জন যাত্রী নিয়ে আসা চার্জার অটো গাড়িকে একই দিক থেকে আসা আর একটি অটো গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। ফলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ছাত্তার সরকারের উপরে পড়ে। পরে আশে পাশের মানুষরা গাড়ির নীচ থেকে তাঁকে উদ্ধার করে। সেখান থেকে স্বজনরা তাঁকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই ওইদিন সন্ধার পরে তার মৃত্যু হয়।
Spread the love