এই নির্বাচন কমিশনের জনতার আদালতে বিচার করা হবে: মিনু

রাজশাহী লীড
প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতার ঘোষক ও গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সাল পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন। তিনি ক্ষমতায় এসেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সব দলকে সমান সুযোগ প্রদান করেছিলেন। সেই স্বাধীন দেশে বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞা হয়ে বার বার প্রতিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করে ফেলেছেন। অথচ এই সাংবিধান পোস্টগুলোর সদস্যরা সুন্দর সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য শপথ নেন। কিন্তু তাঁরা এই শপথ নিয়ে জনগণের সাথে বেইমানী করছেন। 
আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই নির্বাচন কমিশনের জনতার আদালতে বিচার করা হবে বলে গতকাল সোমবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সামনের রাস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রী এবং নির্বাচনকে কুলষিত করার প্রতিবাদে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন। শুধু নির্বাচন কমিশন নয় সরকারেরও পদত্যাগ দাবী করেন মিনু।
মিনু আরো বলেন, এখন দেশর পৌরসভা নির্বাচন চলছে। এই নির্বাচনও বর্তমান নির্বাচন কমিশন কুলষিত করেছেন। ইভিএম এর নামে প্রতারণা করছেন। সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করে দিচ্ছেন। শুধু তাই নয় দূর্নীতিতের এই নির্বাচন কমিশন চ্যাম্পিয়ন হয়েছেন। দেশের বিশিষ্টজনরা তাদের দুর্নীতির জন্য বিচার দাবী করেছেন। সেইসাথে আইনজীবীরাও প্রশিক্ষণসহ অন্যান্য খাতে দূর্নীতির তদন্ত দাবী করেছেন বলে জানান তিনি। তিনি এই বাণিজ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের দ্রুত পদত্যাগ দাবী করেন।
উপস্থিত অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ বলেন, রাজশাহীতে তিনটি স্থানে পৌরসভা নির্বাচন হবে আগামী ১৬ জানুয়ারী। এই নির্বাচন নিয়ে প্রশাসন তালবাহানা শুরু করেছেন। বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই নির্বাচন নিয়ে কোন প্রকার দুর্নীতি বা কারচুপি করা হলে বাগমারা থেকে সরকার পতনের আগুন জলবে বলে হুাঁশিয়ারী করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। উপস্থিত অন্যান্য বক্তারাও সরকার এবং এই নির্বাচন কমিশনের দ্রুত পদত্যাগ দাবী করেন। সেইসাথে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়ার জন্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের প্রতি দাবী জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহিদুন্নাহার কাজি হেনা, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, শফিউল আলম বুলু, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন ও শফিকুল ইসলাম শাফিক, বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন ও রাজপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।
এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন এশা, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হিকোল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার।
মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, সামসুন নাহার, জরিনা, নুরজাহান, গুলশান আরা মমতা, রোজি ও জান্নাতুন ফেরদৌস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্মা সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি, জেরা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম, রাবি ছাত্রদল নেতা সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর বিএনপি’র সাংগঠনিক ৩৫ টি ওয়ার্ড ও জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *