রাসিকের ৮ম দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সমাপ্ত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: জনদুর্ভোগ দূর করতে ফুটপাত ও রাস্তারপাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদের ৮ম দিনের অভিযান সমাপ্ত হয়েছে। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

বুধবার সকালে মহানগরীর অলকার মোড় থেকে অভিযান শুরু হয়। এরপর বাটার মোড় হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি, সোনদীঘি, মনিচত্বর, ভূবনমোহন পার্ক, জাদুঘর মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সিটি কলেজের সামনে স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙা পড়েছে। এছাড়া অভিযানে প্রায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

গত ৯ এপ্রিল রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে ফুটপাত ও রাস্তারধার দখলমুক্ত হওয়ায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। এ জন্য এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্বর্বস্তরের জনসাধারণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *