১৪নং ওয়ার্ডে সিডিসি’র একাউন্টস ও অডিট বিষয়ে প্রশিক্ষণের সমাপ্তি

রাজশাহী

স্টাফ রিপোর্টারঃ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় UKAID, UNDP & BD GOVT এর অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় সিডিসি‘র ক্লাষ্টার এবং বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে নিয়ে সিডিসি‘র একাউন্টস ও অডিট বিষয়ক প্রশিক্ষণের ২য় ও শেষ দিনে সমাপ্তি হয়েছে।

প্রকল্পের সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আন্য়োার হোসেন আনার এর সার্বিক দিক নির্দেশনা অনুযায়ি প্রকল্পের সিও তাহেরা খাতুনের পরিচালনায় সকল সদস্যদেরকে একাউন্টস ও অডিট বিষয়ে আজ ১৮ জানুয়ারি ২০২১ সকাল ১০টায় ওয়ার্ড কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশ নেয়া সিডিসি‘র সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদেরকে বছর শেষান্তে অর্থ খরচের আয় ব্যায়সহ সকল প্রকার একাউন্টস ও অডিট সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের সিও তাহেরা খাতুন, সিডিসি‘র ক্লাষ্টারসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *