রাজশাহীতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

বিশেষ সংবাদ রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: গত বছরের শেষ থেকে ও চলতি বছরটা একরকম অনিয়মিত ঋতুতে যাচ্ছে রাজশাহীর আবহাওয়া। এ সময়টুকুতে যখন তীব্র শীত হওয়ার কথা তখন তেমন শীত বুঝা যায়নি। আর গ্রীষ্মের শুরু থেকেই প্রকট দাবদাহে প্রচণ্ড ও ভ্যাপসা গরম পড়ছে রাজশাহীর বুকে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

ক’দিন আগেই রাজশাহীতে ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস। আর আজ শনিবার তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৫.৬ ডিগ্রীতে। তাপমাত্রা তুলনামূলকভাবে কমলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহীবাসী।

তীব্র গরমে রাজশাহীর আবহাওয়া ও বাতাসে ঝাঝ চলছে। গরমে রিকশা-ভ্যানচালক, দিনমজুর, ক্ষেতমজুররা বিশেষ করে কষ্টে জীবিকা নির্বাহ করছেন। রাস্তাঘাটে লোকজনের চলাচল কম দেখা যাচ্ছে। রোদ থেকে বাঁচতে ছাতার ব্যবহার করতে দেখা যাচ্ছে।

তবে কয়েকদিন থেকে তীব্র গরম থাকলেও কমতে শুরু করেছে এবং আরো কমার সম্ভাবনা আছে তাপমাত্রা- রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রী। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। বিকাল তিনটায় বাতাসের আদ্রতা ছিল ৬১ দশমিক।

আবহাওয়া অফিস আরো জানায়, এখন থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতও হতে পারে।

এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *