কেশরহাট পৌরসভায় বিএনপির মেয়র হলে খালেদা জিয়ার বিজয় হবে: এ্যাড. শফিকুল হক মিলন

রাজশাহী

স্টাফ রিপোর্টার: আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী মো:খুশরব রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।

তিনি বলেন, কেশরহাট পৌরসভায় বিএনপির মেয়র নির্বাচিত করতে আপনারা বিএনপির প্রচার-প্রচারণা পৌর এলাকায় দায়িত্ব সহকারে ভুমিকা রাখবেন। মনে রাখবেন এখানে খুশরব রহমান নই আপনারা সকলেই বিএনপির প্রার্থী। তাই আপনারা ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠ ভোট পরিচালনায় কাজ করে যাবেন। মনে রাখবেন, পৌরসভায় বিএনপির মেয়র হলে খালেদা জিয়ার বিজয় হবে।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁন বলেন, যদি সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন হয় তাহলে ধানের শীষের ধারের কাছে কেউ আসতে পারবেনা।

কেশরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো:খুশরব রহমান বলেন, নির্বাচন কমিশন যেন ভোটের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি ২০২১ ইং তারিখে ভোট প্রয়োগের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করবেন।ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেন এবং ভোট প্রয়োগ করতে পারে। আমাদেরসহ অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে। এছাড়া আমার নেতা কর্মীদের অনেক সময় হুমকি ধামকি দিয়েছে তারপরও আমরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি।


এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো: মোসাদ্দেক হোসেন বুলবুল,রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁন,রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার,রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজুল হোসেন তপু,রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক মো:আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহরিয়ার আমিন বিপুল,

আরোও উপস্থিত ছিলেন,কেশরহাট পৌর বিএনপির আহবায়ক আবু হেনা কামরুজ্জামান,মোহনপুর থানা বিএনপির আহবায়ক মাহাবুর অর রশিদ,মোহনপুর থানা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান,মোহনপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো:কাজিম উদ্দিন,মোহনপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো: জাকির হোসেন বকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষকদলের আহবায়ক ওয়াদুদ হোসেন পিন্টু, জেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সদস্য সচিব নিজামুল হক,সাবেক আহবায়ক কেশরহাট পৌর ছাত্রদল রাকিবুল ইসলাম তুষার, সাবেক আহবায়ক কেশরহাট পৌর যুবদল শাহিন আলম, যুবদল নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন ডলার সহ-সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

স্ব:বা/না

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *