বাগাতিপাড়ায় ভূমিহীন ৪৪ পরিবার পেলেন মুজিববর্ষের ঘর উপহার

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, এই শ্লোগানে সারা দেশের ন্যায় বাগাতিপাড়ায় ২৩শে জানুয়ারি শনিবার সকাল ১০ টায় উপজেলা জিমনেসিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ণ প্রকল্প শুভ উদ্ধোধন করেণ।
মুজিববর্ষ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের বাড়ি পেল ৪৪ ভূমিহীন। আশ্রয়ণ প্রকল্প-২ এর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় তারা এ ঘর ও জমি পেলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন প্রধান অতিথি থেকে উপকারভোগীদের হাতে দুই কক্ষ বিশিষ্ট ঘর ও জমির দলিলাদী তুলে দেন। একই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে একটি পরিবারকে গৃহ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইচ চেয়ারম্যান আব্দুল হাদী, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী প্রমূখ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *