নাটোরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলা- আহত ৪ 

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াাউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলায় চারজন আহতের ঘটনা ঘটেছে।
রবিবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ওই সমাবেশে হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ আবুল ব্যাপারী, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন, যুবদল নেতা রনি আহত হয়।
এব্যাপারে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, গতকাল রবিবার বেলা এগারো টায় শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর ভিতরে বিক্ষোভ সমাবেশ শুরু করলে ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের একটি দল লাঠিসোটা ও ইটপাটকল নিয়ে হামলা করে। এ সময় হামলায় বিএনপির ৪জন নেতাকর্মী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হামলার ঘটনার পরে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপি’র সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী ,জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি  আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *