শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানকে সংবর্ধনা প্রদান

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে নূর কুতুব আলম মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটনকেও সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহীবাসীকে গর্বিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান আমাদের গর্ব ও অহংকার।

মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁরই যোগ্য ও দক্ষ নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে , এক কথায় সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজে রেকর্ড গড়ছেন, নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৩০ সালের মধ্যে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাব।

রাজশাহীর উন্নয়নের বিষয়ে রাসিক মেয়র বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়ন ব্যাপকভাবে হচ্ছে। তবে এখানে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি, কর্মসংস্থানের অভাব রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দুইটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। বিসিক শিল্পনগরী-২ এর ভূমি উন্নয়ন কাজ চলছে। কাজ শেষ হলে এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে। চামড়া শিল্পপার্ক প্রতিষ্ঠার কাজও চলছে। এই শিল্পাঞ্চলে আগামী ৫/৭ বছরে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাজশাহীতে বিনিয়োগের জন্য বিনোয়োগকারীদের আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান বলেন, আমাকে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ৫২ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে সুন্দর থেকে সুন্দরতর করে পরিচালনা করতে চাই। সংগঠনে কোন অন্যায়-অনিয়ম করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবদুল্লাহ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ আলী। অনুষ্ঠানে রাজশাহীর রেলওয়ে লীগ লীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এম আক্তার হোসেন, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সহ-সংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ বক্তব্য দেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *