আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনএফ এর পক্ষে লফস এর শ্রদ্ধা নিবেদন

রাজশাহী

স্টাফ রিপোর্টার: শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার -লফস দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষে সংস্থার সদস্যসহ সহযোগি সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়ে।

শ্রদ্ধা নিবেদনকালে শহিদ বেদিতে বীর শহদীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে লফস এর সহ-সভপাতি আজিজুর রহমান, কোষাদক্ষ শহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া, শিক্ষক চামেলী খাতুন সহ বিএনএফ এর সহযোগি সংস্থা নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক তৌফিকুল ইসলাম ও প্রতিবন্ধি সেচ্ছাসেবী সংস্থার প্রধান আলী আকবর উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে লফস এর পক্ষ থেকেও পৃথক ভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানা হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *