বাঘায় জাতীয় ভোটার দিবস পালন

রাজশাহী

বাঘা প্রতিনিধিঃ বাঘায় নির্বাচন অফিসের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরে উপজেলা সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিস এর আয়োজন করে।

নির্বাচন অফিসার মজিবুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীর, চেয়ারম্যান আজিজুল আযম ও সাংবাদিক নুরুজ্জামান। আলোচনা সভা শেষে ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা, জনপ্রতিনিধি,উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও শিক্ষক মন্ডলী।

সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকার, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মৎস্য অফিসার আমিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, শিক্ষা প্রতিষ্ঠনের প্রধান ও সাংবাদিক আবদুল লতিফ মিঞা, আমানুল হক আমান,আখতার রহমান, লালন উদ্দিন, গোলাম তোফাজ্জল কবীর মিলন, আব্দুল হামিদ প্রমুখ।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা মঙ্গলবার সকালে বাঘা উপজেলায় যোগদান করে প্রথম কর্ম দিবসে জাতীয় ভোটার দিবসের কর্মসূচিতে অংশ নেন। তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু । বাঘায় যোগদানকারি নবাগত নির্বাহি অফিসার ৩১ তম বিএসের ক্যাডার হিসেবে এর আগে বিভিন্নস্থানে দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *