আগামী ৭, ১৭, ২৫ ও ২৬ মার্চ যথাযথভাবে পালনে রাসিকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আগামী ৭ মার্চ ঐতিহাসিক দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিভিন্ন কর্মসূচি পালনে প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবস সমূহ পালনে মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবস সমূহ পালনে সরকারি কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন কমিটি ও উপ কমিটি সমূহ গঠন করা হয়।

সভায় কর্মসূচির ব্যাপারে আলোচনা উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মো. আলমগীর কবির। সভায় অংশ নিয়ে আলোচনা করেন রাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, উপ-সচিব মোঃ তৈমুর হোসেন, ভেটেরিনারি সার্জন ড. মোঃ ফরহাদ উদ্দিন, ইভেন্ট ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী, ক্রীড়া কর্মকর্তা মোঃ শ্যামল পারভেজ শিমুল, পরিচ্ছন্ন উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ কর্মকর্তা নাজমা খাতুন প্রমুখ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *