আরএমপিতে উদযাপিত হলো ঐতিহাসিক ০৭ মার্চ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আজ ঐতিহাসিক ০৭ মার্চ। আরএমপিতে উদযাপিত হলো উন্নয়ণশীল দে‌শে উত্তর‌ণের দুর্দান্ত অর্জন। বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ দেশবাসীর সাথে সম্মেলিতভাবে উদযাপন করলো “আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১’’

এরই ধারাবাহিকতা বোয়ালিয়া মডেল থানা আজ ০৭ মার্চ ২০২১ বিকেল ০৩.০০ টায় রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে “আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১’’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এই ঐতিহাসিক অর্জনে আনন্দ উদযাপন ০৭ মার্চ ২০২১ অনুষ্ঠানে বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ০৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে ডেল্ট্রা প্লান গ্রহণ করেছেন এবং আইজিপি মহোদয় উন্নত বিশ্বের পুলিশের আদোলে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছেন।

সভাপতি মহোদয় তার বক্তব্যে নতুন প্রজন্মকে উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মা-দেরকে সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান। পরিশেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় একযোগে আলোচনা সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করে।

একই সময় রাজপাড়া থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে হোসেন বাদশা, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-২, পবা থানার আয়োজনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম এর সভাপতিত্বে এবং এয়ারপোর্ট থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়েন উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-৩, চন্দ্রিমা থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ), মতিহার থানার আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), কাটাখালী থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিভূতি ভুষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), বেলপুকুর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম), শাহমখদুম থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) ও জনাব এ এফ এম আনজুমান কামাল, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), কাশিয়াডাঙ্গা থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ), কর্ণহার থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং দামকুড়া থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন )।

উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে বোয়ালিয়া মডেল থানার আয়োজনে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

স্ব:বা:না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *