বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই চার হাজার শিক্ষার্থীকে দিলেন শিমুল এমপি 

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর: ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নাটোরে চার হাজার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) নাটোরের শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উদ্যোগে এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে বইগুলো বিতরন করা হয়।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর ওপর বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,উপ দপ্তর সম্পাদক আকুরামুল ইসলাম প্রমুখ।
পরে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার চার হাজার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেওয়া হয। এছাড়া আগামী ৩০মার্চ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার কারনে ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠানে জীবানুনাশক  স্প্রে মেশিন তুলে দেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *