আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামে নানীর বাড়িতে বেড়াতে এসে রাবেয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার লালপুর চর এলাকার বাদলের মেয়ে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে এই আত্মহত্যার ঘটনা ঘটে।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর পূর্বে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথ পুর গ্রামের মোঃ নুর ইসলামের পুত্র হাসিবুল ইসলামের (২২) সাথে লালপুর চর এলাকার বাদলের মেয়ে রাবেয়ার সাথে বিয়ে হয়েছিল।
রাবেয়ার স্বামী নুর ইসলাম জানান আমরা স্বামী ও স্ত্রী দুই জনে জোতদৈবকী গ্রামে বাড়িতে বেড়াতে এসেছি। আমি আমার স্ত্রীকে নানীর বাড়িতে রেখে সকালে লালপুর কলেজ মোড় চা খাওয়ার জন্য গিয়েছিলাম। দুপুর সাড়ে বারোটার দিকে এসে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Spread the love