রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত: ৪০টি মামলা দায়ের

রাজশাহী

স্টাফ রিপোর্টার: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ।

নগর ভবন হতে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে শিরোইল বাস টার্মিনাল হয়ে সিরোইল ভাংরিপট্টি হয়ে ভদ্রা স্মৃতি অম্লান হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান ও ট্রেড লাইসেন্স পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার উভয় পাশের ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ৪০টি মামলা দায়ের করে ৬৮ হাজার ৭০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *