গুরুদাসপুরে অবৈধ মাটিবহনকারী ট্রলি প্রাণ নিলো কৃষকের

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ  নাটোরের গুরুদাসপুরে অবৈধ মাটিবহনকারী ট্রলির ধাক্কায় সাইফুল ইসলাম (৪২) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। পুলিশ এঘটনায় ট্রলি চালক সিরাজুল ইসলামকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চড়কাদহ চিতলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চিতলাপাড়া গ্রামের মৃত সুকিল মোল্লার ছেলে সাইফুল ইসলাম নিজের বাড়ির একটি আঙ্গিনায় মাটি ভরাট করতেছিল। ট্রলি থেকে মাটি নামানোর সময় সে ট্রলির নিচে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার সময় তিনি মারা যান। এঘটনায় উত্তেজিত এলাকাবাসি ট্রলি চালক সিরাজুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
জানা যায়, বামনকোলা গ্রামের ময়নাল হোসেনের একটি পুকুর থেকে মাটি উত্তোলন করে মাটি ব্যবসায়ী আলিম এবং শহিদ বিভিন্ন জায়গা বিক্রি করে আসছিল। এলাকাবাসির বাধা অপেক্ষা করে প্রভাব খাটিয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করছিল তারা।
কয়েকজন এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর সদরসহ বিভিন্ন জায়গা অবৈধভাবে পুকুর খনন চললেও প্রশাসন কোনপ্রকার প্রদক্ষেপ নিচ্ছে না। তারা দ্রুত অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার আহবান জানান।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত কৃষকের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ট্রলি চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *