স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের মধ্য শহর গণকপাড়া এলাকার একটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে তারা খবর পেয়েছে। সাথে সাথে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। দুইটি ইউনিট মিলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্ব:বা/না
Spread the love